লিখুন নবীনকন্ঠে

চারপাশে কত কিছু ঘটে, মাথার ভেতরে তোলপাড় করে কত ভাবনা। শিক্ষার্থীদের নবীন-মন সেসব অবারিত ভাবনায় হাসে-কাঁদে, চিন্তাক্লিষ্ট হয়, আনন্দের ফানুস আকাশে ওড়ে, দুঃখে দীর্ণ হয় অন্তরাত্মা, আপ্লুত হয় সৃজনে-স্বপ্নে। সমাজ, রাজনীতি, অর্থনীতিসহ নানা বিষয়ে নবীন-মনের সেসব ভাবনা প্রকাশের সহযোগী হতে চাই আমরা। আপনার সে লেখনীগুলো ছবিসহ নূন্যতম ৫০০ শব্দের মধ্যে পাঠিয়ে দিন নবীনকন্ঠের এডিটরের কাছে editor.nobinkontho@gmail.com এই ঠিকানায়।

নবীনকন্ঠের বিভিন্ন পোস্ট সম্পর্কে আপনার মতামত কিংবা পর্যবেক্ষণসমূহ জানাতে যোগাযোগ করুনঃ editor.nobinkonto@gmail.com এই ঠিকানায়।