মঙ্গলবার, ১০ মে, ২০১৬

শওকত ওসমানের উপন্যাস সহজে মনে রাখার কৌশল

নিচের অনুচ্ছেদ টি মনে রাখুন ...
" # জাহান্নাম থেকে বিদায় করা
# ক্রীতদাসের
# সমাগম হয়েছিল, # চৌরাস্তার মোড়ে।

# নেকড়ের দল তাদের সাথে
# পতঙ্গের মত আচরণ করছিল।
# মায়ের নির্দেশে # রাজা , # দুই সৈনিককে সেখানে
পাঠিয়েছিল,তাদের # আর্তনাদ দেখতে। "
.
এখন মিলিয়ে নিন:
.
১।জাহান্নাম থেকে বিদায়=জাহান্নাম থেকে বিদায়
২।ক্রীতদাসের=ক্রীতদাসের হাসি ( আদমজী পুরুস্কার পান )
৩।সমাগম =সমাগম
৪।চৌরাস্তার =চৌরসন্ধি
৫।নেকড়ের দল=নেকড়ে অরণ্য
৬।পতঙ্গের =পতঙ্গ পিঞ্জর
৭।মায়ের =জননী
৮।রাজা =রাজা উপাখ্যান , রাজপুরুষ
৯।দুই সৈনিককে= দুই সৈনিক
১০।আর্তনাদ = আর্তনাদ